#কলকাতা: রাজ্যে শূন্যপদে শিক্ষক নিয়োগে উদ্যোগী হল স্কুল শিক্ষা দফতর ৷ পুজোর আগেই বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগে তৎপর হয়েছে সরকার ৷ বিভিন্ন জটিলতায় আটকে রাজ্যে শিক্ষক নিয়োগ ৷ শিক্ষকের অভাবে ধুঁকছে রাজ্যের বহু স্কুল ৷ এই সমস্যার মোকাবিলায় এবার স্কুল সার্ভিস কমিশনের আইনে সংশোধনের প্রস্তাব দিয়েছে স্কুল শিক্ষা দফতর ৷ সেই মতো নতুন অর্ডিন্যান্স আনছে সরকার ৷
বিষয়াভিজ্ঞ শিক্ষকের পদ শূন্য ৷ অন্য বিষয়ের শিক্ষক-শিক্ষিকাকে নিতে হচ্ছে একাধিক বিষয়ের ক্লাস ৷ ইতিহাস শিক্ষকের শূন্যতা পূরণ করতে ইতিহাস ক্লাস নিচ্ছেন বাংলার শিক্ষিকা ৷ কখনও কখনও অঙ্কের শিক্ষিকাকে ভূগোল পড়ানোর দায়িত্ব নিতে হচ্ছে ৷ রাজ্যের বেশিরভাগ স্কুলে চিত্রটা এমনই ৷ অবস্থা সামাল দিতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের আরও ৬ মাসের জন্য নতুন করে নিয়োগ করার ভাবনার কথাও জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক সঙ্কট তীব্র ৷ অবসরের বয়স এসে যাওয়ায় অবসর নিতে বাধ্য হচ্ছেন বহু শিক্ষক ৷ এমতাবস্থায় রাজ্যের স্কুলগুলির অবস্থা অত্যন্ত করুণ ৷ বিভিন্ন স্কুলে কয়েক হাজার শিক্ষক পদের শূন্যতা ভরাতে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ আইনে পরিবর্তন করতে চাইছে রাজ্য সরকার ৷ যত তাড়াতাড়ি সম্ভব নবম-দশম শ্রেণী ও একাদশ-দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের জন্য নয়া বিধিও তৈরি করেছে শিক্ষা দফতর ৷ স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, সেই বিধি কার্যকর করার জন্য পুজোর আগেই অর্ডিন্যান্স আনবে রাজ্য সরকার ৷
সব কিছু ঠিক থাকলে মা দুর্গার আগমনের সঙ্গেই সঙ্গেই মিটবে শিক্ষক সঙ্কট ৷ একইসঙ্গে রাজ্যে শিক্ষক পদে আবেদনকারী প্রার্থীদের মুখেও ফুটবে হাসি ৷
NEWS UpDate By Shiva
No comments:
Post a Comment